পাকিস্তানে পার্লামেন্টের সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের পিটিআই
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ২১:৫০
পাকিস্তানে পার্লামেন্টের সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে বড় আইনি জয় পেল কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সংসদে আলাদা ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য বলে দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন।


১২ জুলাই, শুক্রবার পাকিস্তান সুপ্রিম কোর্ট এ রায় দেন।


চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পিটিআইকে নির্বাচন করতে না দেয়ায় পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে পিটিআই সমর্থিতরা সবচেয়ে বেশি আসনে জয় পায়। তবে দেশটির নির্বাচন কমিশন জানায় সংসদে যে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে সেগুলো পিটিআই পাবে না। কারণ তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।


শুক্রবার বিচারপতি মনসুর আলি শাহ এক রায়ে জানান, সংরক্ষিত আসন পাওয়ার ক্ষেত্রে পিটিআই যোগ্য। কোনো প্রতীকে নির্বাচন না করায় সাংবিধানিকভাবে তারা তো এই অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাবে।


১৩ বিচারপতিকে নিয়ে গঠিত এই বেঞ্চের ৮ বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং ৫ জন বিপক্ষে রায় দেন।


জুরি বোর্ডের কয়েকজন সদস্য জানান, পিটিআইকে সাধারণ নির্বাচনে লড়াইয়ের অযোগ্য ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন ভুল বার্তা দিয়েছে।


সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে পিটিআই জাতীয় ও প্রাদেশিক পরিষদে আসন পেয়েছে। তাই সাংবিধানিকভাবে তাদের সংরক্ষিত আসন পাওয়ার অধিকার রয়েছে।


পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার সাংবাদিকদের বলেছেন, পিটিআইকে ২৩টি সংরক্ষিত আসন দেয়া হলেও সংসদে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটি পরিবর্তিত হবে না। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের ৩৩৬টি আসনের মধ্যে শেহবাজ শরীফের জোট সরকারের দখলে এখনো ২০০টিরও বেশি আসন রয়েছে।


পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সংসদে ৭০টি সংরক্ষিত আসন থাকবে। যার মধ্যে ৬০টি নারী ও ১০টি অমুসলিমদের জন্য বরাদ্দ থাকবে।


‘পাকিস্তান ইনস্টিটিউট অব লিগ্যাস্লেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি থিংক ট্যাংকের’ প্রেসিডেন্ট আহমেদ বিলাল মেহবুব বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, শেহবাজের জোট সরকার প্রত্যাশা করছিল তাদের কাছে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তাদের এই আশা ভঙ্গ হয়েছে।


দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালতের এই রায়ের মাধ্যমে পিটিআই সংসদেও ফিরে আসতে পারছে। কারণ আদালত ঘোষণা দিয়েছে, পিটিআই এখনো রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান রয়েছে। যদিও তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে দেয়া হয়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com