ইকুয়েডোরের আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়েছে ছাই
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৭:০০
ইকুয়েডোরের আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়েছে ছাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্য ইকুয়েডোরের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া আগ্নেয়গিরির উদগীরণ হওয়া ছাই চারটি শহরে ছড়িয়ে পড়েছে।


দেশটির মধ্যাঞ্চলীয় খিমবরাজো প্রদেশের গুয়ামতে এবং কুমান্দায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম গুয়াস প্রদেশের নারাঞ্জিটো এবং মিলাগ্রোতেও ছাই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গর্জন এবং বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।


জিওফিজিক্যাল ইন্সস্টিটিউট বলছে, রাজধানী কুইটো থেকে ১৯৫ কিলোমিটার দূরের সাঙ্গে আগ্নেয়গিরিটি ১৬২৮ সাল থেকে প্রায় স্থির হয়ে আছে। মূলত অল্পবিস্তর উদগিরণ ঘটায়। এই আগ্নেয়গিরি থেকে ২০২১ সালে ৫,২৩০ মিটার পর্যন্ত ছাইয়ের উদগিরণ ঘটে এবং এতে ৪৩ হাজার হেক্টর এলাকার শস্য বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ৩০ হাজার লোক।


সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে কৃষকদের তাদের শস্য ধুয়ে দিতে দেখা গেছে। ইকুয়েডর আন্দিজ পার্বতশ্রেনীর প্রায় ১শ’টি আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত যেটি তীব্র ভূমকম্পন প্রবন এলাকা। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ২০১৬ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ৬৭৩ লোক প্রাণ হারিয়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com