রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বন্ধ করল আর্জেন্টিনা সরকার
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২২:৩৬
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বন্ধ করল আর্জেন্টিনা সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্জেন্টিনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। টেলামের বিরুদ্ধে অভিযোগ, সংস্থাটি বামপন্থিদের প্রতি পক্ষপাতদুষ্ট। একথা নিজেই জানালেন দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুলাই) এই ঘোষণা দেয়া হয়। টেলামকে এখন রাষ্ট্রীয় বিজ্ঞাপন ও ‘প্রচারণা’ সংস্থায় রূপান্তর করা হবে। টেলাম ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এতে সবশেষ ৭০০ জনের বেশি লোক কর্মরত রয়েছেন। সরকারি এক বুলেটিনে বলা হয়, সংবাদ সংস্থা হিসেবে টেলামের কার্যক্রম বন্ধ হবে। এটি নতুন কার্যাবলী গ্রহণ করবে। টেলামের নতুন নাম হবে রাষ্ট্রীয় বিজ্ঞাপন সংস্থা (এপিই)। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনের উন্নয়ন, তৈরি, বাজারজাতকরণ ও বিতরণের কাজ করবে এপিই।


আর্জেন্টিনা সরকার গত মার্চে টেলামের কার্যক্রম স্থগিত করে। তখন সরকারি তরফে সংস্থাটির বিপুল লোকসানের কথা বলা হয়েছিল।


সরকারি বুলেটিন প্রকাশিত হওয়ার আগে গত রবিবার এক্সে (সাবেক টুইটার) দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডরনি বলেন, টেলামের কার্যক্রম স্থগিত করার কথা সবারই জানা। এখন টেলামের কার্যক্রমের ইতি ঘটছে।


বুয়েনস এইরেস প্রেস ইউনিয়ন ও টেলামের কর্মীরা সরকারের এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। বলেছেন, চাকরির অধিকারসহ সমাজে গণমাধ্যমের ভূমিকা রক্ষায় তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যা সরকার ধ্বংস করতে চায়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com