
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় ওই গাড়িচালকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের কেন্দ্রস্থল সিউল সিটি হলে এ দুর্ঘটনা ঘটে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, একটি ট্রাফিক সিগনালের সামনে পথচারীরা অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার দ্রুত গতিতে রাস্তা ছেড়ে তাদের ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই মারা গেছেন ছয়জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও তিন। বাকি আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এরই মধ্যে ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ৬৮ বছর।
সিউল পুলিশের একজন কর্মকর্তা জানান, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সড়ক নিরাপত্তা আইনে দেশটির সাধারণ শহুরে রাস্তায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এই গতিসীমা ৩০ কিলোমিটার।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৫ শতাংশ ছিল পথচারী। সাম্প্রতি দেশটিতে সড়ক দুর্ঘটনা কমেছে।
বিবার্তা/সানজিদা/রোমেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]