প্রথম ব্রাজিল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৬:৪১
প্রথম ব্রাজিল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত ব্রাজিল সফরে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর ৬ ও ৭ জুলাই, শনিবার-রবিবার তিনি ব্রাজিল সফর করবেন।


ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বনসোরোর সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার সঙ্গে মতাদর্শগত মিল নেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের। মূলত মিলেই উগ্র ডানপন্থি জাতীয়তাবাদী মতাদর্শের। অপর দিকে লুলা দা সিলভা বামপন্থি মতাদর্শের। মিলেই প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায়ই লুলা দা সিলভাকে ‘রাগী কমিউনিস্ট’, ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আখ্যায়িত করতেন তিনি।


লুলা দ্য সিলভা এই বিষয়ে গত সপ্তাহে বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর মিলেই একবারও টেলিফোন করেননি।


তিনি আরো বলেছিলেন, অতীতে আমার সম্পর্কে যেসব রুঢ় কথা বলেছেন মিলেই, সেসবের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত।


এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই-এর ব্রাজিল সফরের উদ্দেশ্য সম্পর্ক উন্নয়ন করা, তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। কারণ আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যাবসায়িক অংশীদারিত্ব রয়েছে।


আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডিয়ানা মন্ডিনো বিবৃতিতে জানিয়েছেন, এটি সত্যি যে রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে দুই নেতার পার্থক্য প্রায় আকাশ-পাতাল, তবে আমরা মনে করি এই পার্থক্য পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।


বিবার্তা/ইমি/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com