ঈদে অতিরিক্ত খেয়ে ১২০০ পাকিস্তানি হাসপাতালে
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ২২:৫২
ঈদে অতিরিক্ত খেয়ে ১২০০ পাকিস্তানি হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঈদে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।


মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।


গত ২৪ ঘণ্টায় শুধু পেশোয়ারে ৬১০ জন পাকস্থলী ও অন্ত্রের রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম।


এছাড়া ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


অন্যদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।


একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।


ঈদের সময় নাগরিকদের পরিমিতভাবে মাংস খাওয়া এবং অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com