পরস্পরের সাহায্যে উ. কোরিয়া-রাশিয়া চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৯:১৩
পরস্পরের সাহায্যে উ. কোরিয়া-রাশিয়া চুক্তি স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে বুধবার তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান।


পারমাণবিক শক্তি সমৃদ্ধ এই দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্যে রয়েছে যদি রাশিয়া এবং উত্তর কোরিয়া অন্য কোনো দেশের আক্রমণের শিকার হয় তাহলে তারা একেঅপরের সাহায্যে এগিয়ে আসবে।


১৯ জুন, বুধবার উত্তর কোরিয়ায় বিরল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


রাশিয়ার বার্তাসংস্থা টাস জানিয়েছে, দেশ দুটির মধ্যে ১৯৬১, ২০০০ এবং ২০০১ সালে যেসব চুক্তি হয়েছে— নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে।


পুতিন জানিয়েছেন, তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে। এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। অপরদিকে কিম জং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।


রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থার খবরে বলা হয়েছে, কিমকে রাশিয়ার নিজস্ব তৈরি একটি ‘অরাস’ গাড়ি উপহার দিয়েছেন পুতিন। এছাড়া কিমকে একটি ‘চা সেট’ও উপহার দিয়েছেন তিনি। পুতিনের সহযোগী ইয়ুরি উসাকোভ জানিয়েছেন, কিমও পুতিনকে ‘ভালো উপহার’ দিয়েছেন। তবে ভালো উপহারগুলো কী সেটি তিনি জানাননি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com