চীনের দক্ষিণে বন্যা ও ভূমিধস, উত্তরে খরা
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৭:৪০
চীনের দক্ষিণে বন্যা ও ভূমিধস, উত্তরে খরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের মেইঝৌ শহরে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এতে পুরো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নষ্ট হয়েছে ফসল।


অন্যদিকে, দেশটির উত্তরাঞ্চলে দেখা দিয়েছে খরা। ফলে দুই প্রান্তে দুটি চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে দেশটি।


মঙ্গলবার (১৮ জুন) এই ঘোটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের উপিং কাউন্টিতে রবিবার (১৬ জুন) বিকেল থেকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের কারণে চারজন নিহত ও দুইজন নিখোঁজ হয়েছেন।


কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় ৩৭২.৪ মিলিমিটার (১৪.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।


চীনের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, কর্তৃপক্ষ জানিয়েছে, উপিং কাউন্টিতে কমপক্ষে ৩৭৮টি বাড়ি ধসে পড়েছে এবং ৮৮০ হেক্টর (দুই হাজার ১৭৫ একর) ফসলের ক্ষতি হয়েছে, যার পরিমাণ কমপক্ষে ৪১৫ মিলিয়ন ইউয়ান (৫৭.২ মিলিয়ন ডলার)।


দক্ষিণাঞ্চলে হংকং সীমান্তবর্তী এলাকা গুয়াংডং প্রদেশে প্রচণ্ড বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে মেইঝো শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।


মেইঝোতে এক লাখ ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ সঙ্কটের সম্মুখীন হয়েছে। একইসঙ্গে কিছু প্রতিবেশী শহর ও গ্রাম সোমবার (১৭ জুন) পর্যন্ত যোগাযোগ বিছিন্ন রয়েছে।


এদিকে, সম্প্রতি রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশে উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, আগামী ১০ দিনের মধ্যে খরা কবলিত এলাকায় বৃষ্টিপাত হতে পারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com