উদ্বোধনের আগেই বিহারে সেতু ধস
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৫:১৬
উদ্বোধনের আগেই বিহারে সেতু ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উদ্বোধনের আগেই ভারতের বিহার রাজ্যের আরারিয়ায় ১২ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৯১ লাখ টাকায়) নির্মিত একটি সেতুর একাংশ ধসে পড়েছে।


মঙ্গলবার (১৮ জুন) আরারিয়া জেলার বাকরা নদীর ওপর নির্মিত কংক্রিটের সেতুটি কয়েক সেকেন্ডে ভেঙে পড়ে।


তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, ১২ কোটি রুপি খরচ করে তৈরি হয়েছিল ওই সেতু। কিন্তু উদ্বোধনের আগে তা ভেঙে পড়ল।


এরইমধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের সেতুটির ভিডিও ও ছবি।


তাতে দেখা গেছে, খরস্রোতা বাকরা নদীতে ব্রিজের এক অংশ হেলে পড়েছে। কীভাবে সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ দ্রুত বইতে থাকা বাকরা নদীর পানিতে ভেসে যাচ্ছে। উৎসুক জনতা ঘটনাস্থলে কীভাবে ভেঙে পড়া অংশের কাছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং সেতুটি ধসে পড়ার মুহূর্ত ভিডিও ধারণ করছেন।


ওই এলাকার বিধায়ক বিজয় কুমার ভারতীয় একটি সংবাদ সংস্থাকে জানান, সেতুটি ভেঙে পড়ার পেছনে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি রয়েছে। আমাদের দাবি, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখুক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেতুটির প্রধান অংশই ভেঙে পড়েছে।


স্থানীয় সংসদ সদস্য (বিধায়ক) বিজয় কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্ণধারের অবহেলায় সেতুটি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।


বিহারে এই ধরনের সেতু বিপর্যয় নতুন কিছু নয়। এর আগে গত মার্চেই রাজ্যের সুপালে একটি নির্মাণাধীন সেতু ভেঙে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সেতুটি কোসি নদীর ওপর নির্মিত হচ্ছিল। এর ব্যয় ধরা হয়েছিল ৯৮৪ কোটি রুপি। তারও আগে ভাগলপুরে একইভাবে দুর্ঘটনা ঘটে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com