
চীনে একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে শ্বাসরোধে আটজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় তদন্ত দল জানিয়েছে, রবিবার ভোরে চীনের হেনান প্রদেশে এই আটজনের মৃত্যু হয়।
এক বিবৃতিতে বলা হয়, আটজন গাড়ির ইনসুলেটেড কম্পার্টমেন্টে ছিলেন। যা নিয়মের পরিপন্থী। ইয়েক্সিয়ান কাউন্টির হংঝুয়াংইয়াং টাউনশিপে শনিবার রাত ১০টার দিকে গাড়িটি একটি গ্যাস স্টেশনে পৌঁছলে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে রোববার ভোর ৩টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয়।
গাড়ির চালক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মীদের আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্ : বাসস, এএফপি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]