
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটি থেকে থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামীকালই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে। রোববার সুইজারল্যান্ডে একটি শীর্ষ সম্মেলনের সমাপণী বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করবেন না। তাই সামরিক বা কূটনৈতিক যেকোনও উপায়েই হোক না কেন তাদের এটি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ‘যুদ্ধে জয় লাভের জন্য পশ্চিমাদের পাঠানো সহায়তা যথেষ্ট ছিল না। তবে শীর্ষ সম্মেলন থেকে এই আশ্বাস পাওয়া গেছে যে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন দুর্বল হচ্ছে না।
ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে কয়েক ডজন দেশ বৈঠকটি শেষ করেছে। এসময় যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করে একটি চূড়ান্ত নথি গৃহীত করা হয়েছে।
তবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ এতে স্বাক্ষর করেনি।
ইউক্রেনে শান্তির প্রতিষ্ঠায় একটি ‘সাধারণ দৃষ্টিভঙ্গি’ খুঁজে বের করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ৯০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]