গাজার ত্রাণ সহায়তায় হামলা
ইসরায়েলি গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ২২:৪৪
ইসরায়েলি গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় ক্ষুধার্ত বেসামরিক লোকদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তা কনভয়ে আক্রমণ করার কারণে একটি ইসরায়েলি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।


ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের সাথে সংশ্লিষ্ট টিসাভ-৯ নামের ওই সংগঠনের বিরুদ্ধে ১৪ জুন, শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংগঠনটির সদস্যরা ত্রাণবাহী ট্রাকে লুটপাট চালিয়েছে ও আগুন দিয়েছে। এছাড়া ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মাঝে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলছে এই গোষ্ঠী দাবি ওয়াশিংটনের।


ওয়াশিংটন বলেছে, গাজা উপত্যকায় টিসাভ-৯ এর সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাবাহী গাড়ি আটকানো, হয়রানি এবং ত্রাণ ধ্বংস করায় সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি।’


তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও পশ্চিম তীর হয়ে গাজা অভিমুখী ত্রাণবহরের নিরাপত্তা নিশ্চিত করাটা ইসরায়েল সরকারের দায়িত্ব। জরুরি মানবিক সহায়তাকে নাশকতা ও সহিংসতার লক্ষ্যবস্তু করার বিষয়টি আমরা সহ্য করব না।’


সম্প্রতি ইসরায়েলের পুলিশ কমিশনার কোবি শাবতাইকে উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণবহরকে সুরক্ষা দেওয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত রাখার চেষ্টা করছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। এর একদিন পরই উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার।


উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতায় ঘটনায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশের অধীনে টিসাভ-৯ এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের ওয়েবসাইটে টিসাভ-৯ সংগঠনটিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।


গত ১৩ মে টিসাভ-৯ এর সদস্যরা পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী দুটি ট্রাকে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com