ভারতে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১১:৩৩
ভারতে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গে চার বছর বয়সি এক শিশুর শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী গত কয়েকদিন ধরে বৃদ্ধি পেয়েছে এই বার্ড ফ্লুর প্রকোপ। এরমধ্যেই ভারতে মিলল এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান।


১১ জুন, মঙ্গলবার রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সেই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথার কারণে সেই রোগীকে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। ভর্তির প্রায় তিন মাস পরে সেই শিশু সুস্থ হয়ে ওঠে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও আশপাশে পোল্ট্রি মুরগির ফার্ম ছিল। সেখান থেকে এই ছেলে শিশুটি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তবে শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কেউ শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার লক্ষণের ব্যাপারে কিছু বলেননি।


এদিকে ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনো মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।


এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে ৭ জুন ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ায় আড়াই বছর বয়সী এক মেয়েশিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫ এন ১ ধরন শনাক্ত হয়েছে। শিশুটি পরিবারের সঙ্গে এ বছর কলকাতা সফর করেছিল।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিক্ষিপ্তভাবে ভাইরাসটিতে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারেন। কারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com