নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৯:০৭
নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া সমর্থনকে স্বাগত জানালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।


১১ জুন, মঙ্গলবার হামাসের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।


সোমবার (১০ জুন) ওই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দেয়া থেকে বিরত ছিল কেবল রাশিয়া।


মঙ্গলবার হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানান, গাজায় ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব তারা গ্রহণ করেছে। আর তারা বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত।
হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি ‘আশাবাদী লক্ষণ’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।


জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি রাউত শাপির বেন-নাফতালি সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, গাজা যেনো আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হতে পারে সেটি তার দেশ নিশ্চিত করতে চায়।


অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস হওয়ায় নতুন করে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com