
ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশ্যায় তীব্র তাপপ্রবাহে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানায়, গত ৭২ ঘণ্টায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
ভারতজুড়ে চলছে তীব্র দাবদাহ। ইতিহাসে এত দীর্ঘসময় দেশটিতে তীব্র গরম বিরাজ করেনি। আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশটিতে গরমের কারণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, ভারত এখন পর্যন্ত দীর্ঘতম তাপপ্রবাহের মাঝখানে রয়েছে। সম্প্রতি কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
ভারতীয় আবহাওয়া দফতরের মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, প্রায় ২৪ দিন ধরে দেশের বিভিন্ন অংশে তীব্র তাপ অনুভব হয়েছে।
ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওড়িশ্যার মানুষ। রাজ্যটিতে গত কয়েকদিন আগে থেকে বাতাসের আদ্রতা উল্লেখযোগ্যহারে কমে গেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]