
পাকিস্তানে গভীর রাতে ঘুমন্ত ৭ নাপিতকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৯ মে, বৃহস্পতিবার ভোর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গদর বন্দরের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোয়াদর পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের মাছের আড়তের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর ওই অতর্কিত বন্দুক হামলা হয়। হামলায় অন্তত ৭ নাপিত নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর ডনের।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই নাপিতের দোকানে কাজ করতেন। তার সবাই পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা।
মহসিন আলি ডনকে বলেন, ইতোমধ্যে নিহত ৭ নাপিতের লাশ এবং আহত এক নাপিতকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনাকে জঙ্গি হামলা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি।
নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা জঙ্গি হামলা। কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। মৃতদের সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। সরকার বার বার বলে আসছে তারা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমন করেছে। কিন্তু প্রদেশে সহিংসতা অব্যাহত রয়েছে।
সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়ে গেছে। তবে সর্বশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]