মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৫
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার লুমুটে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর ৯০তম উদ্‌যাপন অনুষ্ঠানের মহড়ার সময় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।


রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী নিশ্চিত করেছে দুটি হেলিকপ্টার HOM (M503-3) এবং ফেনেক (M502-6) মডেলের মধ্যে সংঘর্ষ হয় এবং স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


হেলিকপ্টার দু’টিতে মোট ১০ জন ব্যক্তি ছিলেন। HOM (M503-3) হেলিকপ্টারে সাতজন এবং ফেনেক (M502-6) বাকি তিনজন ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার আরেকটির সাথে সংঘর্ষ এবং পরবর্তীতে বিধ্বস্ত হয়ে মাটিতে আচড়ে পড়ে যাচ্ছে।


হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর টুকরোগুলোকে আকাশে উড়তে দেখা যায় এবং "পেরাকের মানজুং-এর লুমুট রয়্যাল মালয়েশিয়ান নেভি স্টেডিয়ামের কাছে অবতরণ করতে দেখা যায় যেখানে নৌ সদস্যরা তাদের মহড়ার জন্য একত্রিত হয়েছিল।


পেরাক পুলিশ প্রধান ইউসরি হাসান বসরি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


লুমুটের হেলিকপ্টার দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। পরবর্তীতে লাশ শনাক্তের জন্য লুমুট রয়্যাল মালয়েশিয়ান নেভি বেস মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হবে।


বিবার্তা/আরিফ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com