
আমেরিকার ফ্লোরিডা অঙ্গ রাজ্যের এক বাসিন্দার নাক থেকে ১৫০টি ছারপোকা বের করেছেন চিকিৎসকরা। এসব ছারপোকা ওই ব্যক্তির নাক ও সাইনাসে জমেছিল। ফলে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।
শেষ পর্যন্ত চিকিৎসকের দ্বারস্থ হয়ে রক্ষা পেলেন তিনি। একে একে ১৫০টি ছারপোকা নাক থেকে বের করে আনার পর এখন তিনি সহজেই শ্বাস নিতে পারছেন।
চলতি মাসে ফ্লোরিডার এক হাসপাতালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গত অক্টোবর থেকে ওই ব্যক্তি শ্বাস নেওয়ার সময় নাকে সমস্যা অনুভব করেন। সম্প্রতি তা বাড়তে থাকলে তিনি চিকিৎসকের নিকট যান। পরে তিনি জানতে পারেন তার নাকে ছারপোকা বাসা বেধেছে।
ওই ব্যক্তি জানিয়েছেন, 'আমার মুখ ফুলে যেতে থাকে। ঠোঁট ঝুলে যায়। কথা-ই বলতে পারছিলা না আমি। এমনকি উঠে দাঁড়িয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। উঠে দাঁড়ালেই নাক দিয়ে রক্ত ঝরছিল।' সঙ্গে সঙ্গেই চিকিৎসকদের কাছে যান তিনি। চিকিৎসক ক্যামেরা দিয়ে তাঁর নাকের ভিতর পরীক্ষা করতেই চমকে ওঠেন। দেখেন, নাকের ভিতর ও সাইনাসে বাসা বেঁধেছে ডজন ডজন ছারপোকা।
এমনকি ছারপোকাগুলি প্রায় চোখ ও মাথার খুলি কাছে পৌঁছে গিয়েছে। যা আর কয়েকদিন থাকলেই তাঁর জন্য প্রাণঘাতী হতে পারত।
চিকিৎসক প্রথমে ঠিক করেন যে, সাকশন করে সেই ছারপোকার লার্ভাগুলো বের করা হবে। কিন্তু ছারপোকার সেই লার্ভাগুলো আকারে কোনও কোনওটা এতই বড় ছিল যে, তা সাকশনে সব আসছিল না। তখন চিকিৎসক ঠিক করেন, নাক দিয়ে টেনে বের করা হবে। আর শেষ পর্যন্ত সেটাই করা হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]