
দুই হাজার কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ১১ হাজার কেজি ওজনের নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবদুল কালাম দ্বীপের আশেপাশে বিভিন্ন স্থানে মোতায়েন থাকা বেশ কয়েকটি রেঞ্জ সেন্সরের ডেটা থেকে মিসাইল পরীক্ষণের সাফল্য নিশ্চিত করা হয়েছে।
সফল প্রতিরক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, সফলভাবে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং সামরিক বাহিনীতে এর সংযোজন ভারতের জন্য একটি ‘দারুণ’ খবর। ভারতের সামরিক শক্তি এতে কয়েক গুণ বাড়বে।
ক্ষেপণাস্ত্রটির ব্যাপরে ভারতীয় গণমাধ্যম জানায়, ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এর ওজন ১১ হাজার কেজি। ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ৩৪ দশমিক ৫ ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটিকে এক বা একাধিক টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) ওয়ারহেডের সঙ্গে লাগানো যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]