তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, বিধ্বস্ত বহু বাড়িঘর
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৫:২২
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, বিধ্বস্ত বহু বাড়িঘর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর পাওয়া গেছে। আহত হয়েছেন ৭ শতাধিক। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চলছে।


৩ এপ্রিল, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানের পূর্বাঞ্চলের শহর হুয়ালিয়েনের ১৮ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।


এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন হাইকিং ট্রেইলে এবং একজন হাইওয়ে টানেলে মারা গেছেন।


আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ তাইপে শহরে কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি ও দুর্যোগ বাহিনীর কর্মীরা।


ভূমিকম্পটির পর আরো অন্তত ৯টি পরাঘাত বা আফটার শক হয়েছে তাইওয়ানে, যেগুলোর মাত্রা ৪ বা তারও বেশি ছিল।


তাইওয়ানে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে ক্ষতি হয়েছে হুয়ালিন শহরে। ধসে পড়েছে বেশ কিছু ভবন। বিপদজনকভাবে হেলে রয়েছে আরও অনেক ভবন। ভেতরে আটকা পড়ে আছে অনেকে।


কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের সবাই হুয়ালিন শহরের বাসিন্দা।


ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশটির ৮৭ হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা। এছাড়া পাহাড়ী এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।


ভূমিকম্পে হুয়ালিয়েনের কিছু ভবন আংশিকভাবে ধসে পড়েছে। কিছু ভবনকে হেলে পড়তে দেখা গেছে।


স্থানীয় এক ভূতত্ত্ববিদ জানান, এটি তাইওয়ানের গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাত্রার ভূমিকম্প।


ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করে জাপান ও ফিলিপাইন। উপকূল এলাকায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। দুঘণ্টা পর তুলে নেয়া হয় সতর্কতা।


দেশটির পার্বত্যাঞ্চলের কিছু ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের কারণে সেখানে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে এর ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।


এরআগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ২ হাজার ৪০০ মানুষ। বিধ্বস্ত হয় ৫ হাজারেরও বেশি বাড়িঘর।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com