বিশ্বের সবচেয়ে বয়স্ক জুয়ান ভিসেনটি মারা গেছেন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৩:১৪
বিশ্বের সবচেয়ে বয়স্ক জুয়ান ভিসেনটি মারা গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের সবচেয়ে বয়স্ক ১১৪ বছর বয়সী ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মোরার পরিবারের সদস্যরা।


এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টের মাধ্যমে এ ঘটনা নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এনডিটিভি।


২০২২ সালে মোরাকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকড। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর।


মোরার জন্ম ১৯০৯ সালের ২৭ মে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের এল কোবরে শহরে। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। পিতা-মাতার ১০ সন্তানের মধ্যে নবম ছিলেন তিনি। পরবর্তীতে ১১ সন্তানের পিতা হন। এবং মৃত্যুর আগে তিনি ৪১ জন নাতি, ১৮ জন নাতির সন্তান এবং ১২ জন নাতির নাতি দেখে গেছেন মোরা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com