
পূর্ব উপকূল থেকে সমুদ্রে মধ্যম-মাত্রার সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
২ এপ্রিল, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী পিয়ংইয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, নিক্ষেপের পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছে এটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ৬৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। এছাড়া সর্বোচ্চ ১০০ কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।
বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের সঠিক ধরন উল্লেখ করা হয়নি। তবে উত্তর কোরিয়া যে নতুন মধ্যবর্তী-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা নিশ্চিত।
জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে।
নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের করায় উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।
সূত্র: আল জাজিরা
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]