আবারও যুক্তরাষ্ট্রের সেতুতে বার্জের ধাক্কা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৮:১১
আবারও যুক্তরাষ্ট্রের সেতুতে বার্জের ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে গত মঙ্গলবার (২৬ মার্চ) জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় এক সপ্তাহও পার হয়নি, এরমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে দেশটির আরও একটি সেতু। তবে এ যাত্রায় রক্ষা, সেতুটি ভেঙ্গে পড়েনি, অক্ষতই আছে। এবার আরকানস নদীর সেতুতে গিয়ে ধাক্কা মারে একটি পণ্য পরিবহনকারী বার্জ।


তবে বার্জের ধাক্কায় সেতুটিতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত এতে যান চলাচল বন্ধ থাকবে। যদিও কী কারণে ওই সেতুটিতে বার্জের ধাক্কা লাগলো সে সম্পর্কে কিছু জানা যায়নি।


এসময় ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ঠিক যেভাবে গত মঙ্গলবার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়ে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।


আরকানস নদীর উপর সেতুটি অবশ্য দুর্ঘটনার পরেও অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত সেটিতে যান চলাচল বন্ধ রাখা হবে। ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেতুটিতে বার্জে‌র আঘাত লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


বাল্টিমোরের ওই পণ্যবাহী জাহাজ এমভি ডালির ক্ষেত্রে জানা গিয়েছিল, বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারায়। জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করেছিল। তাদের তৎপরতাতায় সে যাত্রায় বড় বিপদ এড়ানো যায়। প্রশাসন যান চলাচল আগেভাগে বন্ধ করে দেয়ায় বহু প্রাণহানি এড়ানো গেছে। এ ঘটনার পর আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জাহাজের সকল কর্মীকে ধন্যবাদ জানান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com