লিবিয়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৫:৩৬
লিবিয়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে সুরক্ষিত রয়েছেন প্রধানমন্ত্রী।


রবিবার (৩১ মার্চ) সকালে ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এই হামলা হয়।


জানা গেছে, হামলায় আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) ব্যবহার করা হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বাসভবনেরও বড় কোনো ক্ষতি হয়নি।


নামপ্রকাশে অনিচ্ছুক লিবিয়ার একজন মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। বিস্ফোরণের পর ওই এলাকায় বিপুল সংখ্যক সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।


উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ২০১৪ সালে দেশটি পূর্ব লিবিয়া ও পশ্চিম লিবিয়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তখন থেকে লিবিয়ার পূর্ব ও পশ্চিম অংশ শাসন করছে দুটি পৃথক প্রশাসন।


২০২১ সালে জাতিসংঘ-সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দিবেইবাহের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়। কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থ প্রচেষ্টার পর লিবিয়ার পূর্ব অংশ তার বৈধতাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।


গত মার্চের শুরুর দিকে লিবিয়ার তিনজন প্রধান নেতা বলেছিলেন, তারা একটি নতুন ঐক্যবদ্ধ সরকার গঠনের ‘প্রয়োজনীয়তার’ বিষয়ে সম্মত হয়েছেন, যা বিলম্বিত নির্বাচনের তত্ত্বাবধান করবে।


তবে জাতীয় নির্বাচন ছাড়া নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দিবেইবাহ।


সূত্র: রয়টার্স


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com