আমিরাতের পাহাড়-মরুভূমি হয়ে উঠেছে সবুজ বনভূমি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১৫:৪৬
আমিরাতের পাহাড়-মরুভূমি হয়ে উঠেছে সবুজ বনভূমি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বদলে যাচ্ছে পৃথিবীর প্রকৃতি। বলা যায় মানুষ বদলে ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে যখন পৃথিবী পুড়ছে তখন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত কৃত্রিম উপায় সে দেশের পাহাড় ও মরুভূমিতে সবুজ বনায়ন করছে। আকাশ থেকে কৃত্রিম উপায় বৃষ্টি নামাচ্ছে।


বিজ্ঞানীরা মনে করছেন এতে করে দেখা দিতে পারে মহা বিপর্যয়।


বেশ কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বিরতিহীন বৃষ্টিপাতের পর সাধারণত শুষ্ক ভূমিগুলোর অত্যাশ্চর্য পরিবর্তন দেখা গেছে। এই অঞ্চলের পাহাড় মরুভূমিতে সাধারণত খুব কমই সবুজ দেখা যায়। কিন্তু এখন সেটির ব্যাপক পরিবর্তন হয়েছে। চারদিকে সবুজের চাদরে ঢেকে গেছে।


খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ধূসর এবং শুষ্ক ভূখণ্ডটি এখন একটি সতেজ সবুজ গালিচা দিয়ে আচ্ছাদিত। যেখানে শুধু বিস্তৃত শুকনো জমি ছিল, সেখানে এখন অন্যরূপ। স্থানীয় বাসিন্দারা সবুজের চাদরে আনন্দিত।


রাস আল খাইমার আল হুওয়াইলাত পর্বতগুলো সবুজে আচ্ছাদিত, যখন রাস্তার সারিবদ্ধ গাফ গাছগুলো সবুজের আরও গভীর, সমৃদ্ধ ছায়া গ্রহণ করেছে।


আরব আমিরাতের আবহাওয়া-সম্পর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, আল ফায়া এবং মলেইহা, শারজার কেন্দ্রীয় অঞ্চল টানা কয়েক দিনের বৃষ্টির পরে জীবন্ত হয়ে উঠছে।


সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দফতর আরও কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com