
গাজায় ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ২০ মার্চ, বুধবার এ তথ্য জানায় তারা।
ইসরায়েলি বাহিনীর চালানো আট হামলায় এ নিহতের ঘটনা ঘটে। তাছাড়া নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৬ জন।
গাজায় গত কয়েকদিন ধরে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]