
হাইতিতে বিদ্রোহী গ্যাংদের ধ্বংসযজ্ঞে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশজুড়ে চলছে বিদ্রোহী গ্যাংদের ধ্বংসযজ্ঞ।
১৯ মার্চ, মঙ্গলবার গ্যাং তাণ্ডবের শিকার হয়ে দেশটিতে ১২ জনের অধিক মানুষ মারা গেছেন। নিহতদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে রাস্তায়।
এই হত্যাকাণ্ডের পাশাপাশি এক বিচারকের বাড়িতেও হামলা চালায় গ্যাং সদস্যরা। এর মাধ্যমে দেশটির ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী অভিজাতদের কাছে সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করছে বিদ্রোহীরা। তারা বুঝাতে চাইছে যে- প্রয়োজনে হাইতি স্থিতিশীলতার চেয়ে অস্থিতিশীল পরিস্থিতির কাছাকাছি বেশি থাকে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল হাইতির পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে অভিহিত করেছেন। এসব হত্যাকাণ্ডকে পোস্ট-অ্যাপোক্যালিপটিক চলচ্চিত্র ম্যাড ম্যাক্সের সাথে তুলনা করেছেন তিনি।
হাইতিজুড়ে মানবিক সংকট এখন চরমে। কিন্তু, এ পর্যন্ত সাহায্যের পরিমাণ দুঃখজনকভাবে ধীর। লক্ষ লক্ষ মানুষের জন্য জীবনের অত্যাবশ্যকীয় জিনিস- খাবার, পানি এবং নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছে।
ফারাহ অক্সিমা নামের এক নারী জানান, ‘কী করব বুঝতে পারছি না। শুধু দেশের পতন দেখছি। একমাত্র সৃষ্টিকর্তাই এই দেশকে পরিবর্তন করতে পারেন। কারণ আমি যেখানে বসে আছি সেখান থেকে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না।’
সূত্র: বিবিসি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]