
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির শীর্ষ নেতাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে এই বৈঠকে ইসরায়েলের তাদের বিভিন্ন পদক্ষেপের সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হামাস এবং ইসলামিক জিহাদের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, দুটি ফিলিস্তিনি ইসলামী সংগঠনের নেতারা এবং সেই সঙ্গে মার্কসবাদী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সাথে এই ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করে। তবে ওই সূত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।
গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধ-পরবর্তী ধাপে সমন্বিত প্রতিরোধের কলাকৌশল নিয়ে আলোচনা করেছে। তবে বৈঠকটি কোথায় হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায়নি। এছাড়া বৈঠকে ফিলিস্তিনি গোষ্ঠী হুতিদের সঙ্গে গাজার রাফায় ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো এএফপিকে জানিয়েছে। গত অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরাইলের আক্রমণের প্রতিক্রিয়ায় হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে এবং সম্প্রতি আক্রমণের সংখ্যা আরো বাড়বে বলে গোষ্ঠীটি সতর্ক করেছে।
অপর এক খবরে বলা হয়, লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগর ছাড়িয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভারত মহাসাগরে ইসরাইলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ল।
ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেয়া ঘোষণায় এ খবর জানান।
তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরাইলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার ‘কেপ অব গুড’ পর্যন্ত ইসরাইল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।
সূত্র: আল-জাজিরা, আরব নিউজ
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]