
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।
১৭ মার্চ, রবিবার সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক ট্রাফিক বিভাগের বরাত দিয়ে রবিবার (১৭ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
হেলমান্দের প্রাদেশিক ট্রাফিক বিভাগের বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ কান্দাহার ও পশ্চিম হেরাত প্রদেশের মধ্যে সংযোগস্থাপনকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বলেছেন, রবিবার ভোরে একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে। এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]