স্বাধীন ফিলিস্তিন গঠনই নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায়: তুরস্কের প্রেসিডেন্ট
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১৯:৫৩
স্বাধীন ফিলিস্তিন গঠনই নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায়: তুরস্কের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিহত ফিলিস্তিনি শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় বলে মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ইসরায়েলের হাতে খুন হওয়া ফিলিস্তিনি শিশুদের প্রতি আমাদের সবার ঋণ রয়েছে এবং এই ঋণ শুধু একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই পরিশোধ করা যেতে পারে।


মঙ্গলবার (১২ মার্চ) আঙ্কারায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে এ কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, তুরস্ক তার ফিলিস্তিনি ভাইদের রক্ষা করবে, যেমনটি এখন পর্যন্ত করে এসেছে। আর এই কাজে দেশটি পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি।


এরদোগান বলেন, তারা আমাদের হত্যাকারীকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা থেকে বিরত রাখতে পারবে না। গণহত্যার সত্য গোপন করার চেষ্টা করার পরিবর্তে ইসরায়েলি নেতাদের অবশ্যই গাজায় নিহত শিশুদের জন্য জবাবদিহি করতে হবে।


তিনি বলেন, রমজান মাসে তুরস্ক সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, ফাউন্ডেশন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে গাজায় সহায়তা বৃদ্ধি অব্যাহত রাখবে।


ইফতার আয়োজনে দেয়া ভাষণে এরদোগান চলতি রমজান মাসে গাজায় সহায়তা বৃদ্ধির আহ্বানও জানান।


সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com