হামাস-ইসরায়েল যুদ্ধ: কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:২৩
হামাস-ইসরায়েল যুদ্ধ: কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রমজানে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রো আলোচনায় কোনো ঐকমত্য হয়নি।


৭ মার্চ, বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদল কায়রো ত্যাগ করেছে। এ আলোচনায় ঐকমত্য না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।


হামাস বলেছে, তাদের প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে, কিন্তু ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে।


আগামী সপ্তাহে মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু উপলক্ষ্যে ৪০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশাবাদী ছিলেন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীরা।


তবে কায়রোতে প্রতিনিধি দল পাঠায়নি ইসরায়েল। হামাসের কাছে বেঁচে থাকা জিম্মিদের পূর্ণ তালিকা চায় তারা। তাদের দাবি, হামাসের কাছে এখনও ১৩০ জনের বেশি জিম্মি রয়েছে। তাদের মধ্যে ৩০ জন এরই মধ্যে নিহত হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।


ফিলিস্তিনি গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি আলজাজিরাকে বলেছেন, মিশরের রাজধানী কায়রোতে চার দিনের আলোচনায় কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ, তাদের বাহিনী প্রত্যাহার, ত্রাণের প্রবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে।


সামি আবু জুহরি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ইসরায়েল ‘নস্যাৎ’ করে দিয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com