ট্রাম্প পুতিনকে চেনেন না, কারণ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেননি: জেলেনস্কি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪
ট্রাম্প পুতিনকে চেনেন না, কারণ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেননি: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন। কিন্তু চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন।


জেলেনস্কি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিষয়ে রাশিয়াকে সমর্থন করতে চাইলে তিনি আমেরিকানদের বিরুদ্ধে চলে যাবেন।


গত রবিবার সিএনএনের কেইতলান কলিন্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্প সম্পর্কে আরও বলেন, ট্রাম্প কীভাবে পুতিনের পক্ষ নিতে পারেন, তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, এটা অবিশ্বাস্য।


জেলেনস্কি বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না। তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই। কিন্তু তিনি কখনো পুতিনের সঙ্গে লড়াই করেননি। পুতিন যে কখনো থামবেন না, সেটি ট্রাম্প বোঝেন বলে আমি মনে করি না।


সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর দুই বছরের মাথায় এসে এ যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে মিথ্যাচার করছেন। যা হোক, আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com