হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না: ইরান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩
হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের মার্কিন-সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকা থেকে হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার যে লক্ষ্য ইসরাইল ঠিক করেছে তা কোনোদিন অর্জিত হবে না। ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করছে হামাস তার অবিচ্ছেদ্য অংশ।


জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, গাজা গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দির সবচেয়ে ‘ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়।’ গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করছে একদিন তার অবসান হবে ঠিকই কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কী ভূমিকা পালন করছে তাও ইতিহাসে লেখা থাকবে। গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতদের শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদীরা মূলত গোটা ফিলিস্তিনি জাতিকেই নিশ্চিহ্ন করে ফেলতে চায়। কিন্তু বিশ্ব মানবতার ইতিহাসে কোনো জাতি তার ভূমি থেকে চিরতরে হারিয়ে যায়নি। কাজেই ফিলিস্তিনের ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে না। গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের ভবিষ্যতে সেখানকার জনগণই নির্ধারণ করবে; বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া যাবে না।


সূত্র: পার্সটুডে


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com