
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিনের মৃত্যু হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। তার মরদেহ এখনও পরিবারকে ফেরত দেয়নি রুশ প্রশাসন।
এমন অবস্থার মধ্যেই এবার নাভালনির ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেড তালিকায় রেখেছে পুতিন প্রশাসন।
২১ ফেব্রুয়ারি, বুধবার এক প্রতিবেদনে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত সপ্তাহে কারাগারে মারা যাওয়া বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনির ভাই ওলেগ নাভালনিকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওয়ান্টেড তালিকায় যোগ করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কেন ওলেগকে এই তালিকায় রাখা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফৌজদারি অপরাধের কারণে ওলেগ নাভালনিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রণালয়।
এর আগে ২০২১ সালের আগস্টে মস্কোর প্রিওব্রাজেনস্কি আদালত ৪০ বছর বয়সী ওলেগ নাভালনিকে কোভিড-১৯ মহামারির মধ্যে সমাবেশের সময় স্যানিটারি মানদণ্ড লঙ্ঘনের দায়ে এক বছরের সাজা দেয়।
তারও আগে ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত জালিয়াতি এবং আত্মসাতের মামলায় কারাগারে আটক ছিলেন তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]