নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করলো ইরান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৮
নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উন্নতমানের নতুন একটি এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তি এবং দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা কম উচ্চতায় উড়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি।


দেশটিতে তৈরি ‘আরমান’ নামের এই এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাক্টিক্যাল সাইয়াদ বা ‘শিকারি’ নামে পরিচিত এবং এই ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় একসাথে শত্রুর ২৪টি লক্ষ্যবস্তু সনাক্ত করতে পারে এবং ছয় থেকে ১২টি লক্ষ্যবস্তু একইসঙ্গে ধ্বংস করতে সক্ষম। খোরদাদ-৩ এবং খোরদাদ-১৫ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা নিজেই নিজের সুরক্ষা দিতে সক্ষম।


আরমান এবিএম প্রতিরক্ষা ব্যবস্থায় যেমন বিশেষ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তেমনি একটি গাড়িতেই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে রাডার সিস্টেম এবং মিসাইল লঞ্চারও স্থাপন করা আছে। এর মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিজের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com