মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত
আন্তর্জতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে গত শুক্রবার ভারত জানিয়েছে, দেশটি মালদ্বীপের সঙ্গে ‘পারস্পরিক সম্মতিতে কাজ এগিয়ে নেওয়ার’ মতো পরিস্থিতি সৃষ্টির বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে মালদ্বীপ ভারতের তিনটি আকাশযান (বিমান ও হেলিকপ্টার) পরিচালনা ও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ ও ভারতের মধ্যকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠকের পর একটি কোর গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। এই গ্রুপ মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে কাজ করবে।


ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালদ্বীপরে জনসাধারণকে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় আকাশযানগুলো মজুত থাকবে-এ বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। বর্তমানে মালদ্বীপে ভারতের ৭৫ জন সেনা ও দুটি আল্ট্রালাইট হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান অবস্থান করছে।


মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে প্রথম ধাপে ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে এবং ১০ মের মধ্যে আরও দুই ধাপে বাকি ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে। এই সময়ের মধ্যে ভারতীয় তিনটি বিমান মালদ্বীপে কার্যক্রম শুরু করবে।


এর আগে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি চিকিৎসার জন্য ভারতীয় উড়োজাহাজ ব্যবহার করতে না দেওয়ায় মালদ্বীপে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গুরুতর অসুস্থ কিশোরের চিকিৎসার অনুরোধের জন্য ১৭ জানুয়ারি জরুরি ভিত্তিতে ভারতীয় ডর্নিয়ার উড়োজাহাজ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। এরপর ২০ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com