
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বনাঞ্চলে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এর পর পরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এ জরুরি অবস্থা ঘোষণার কথা জানায়।
বার্তাসংস্থার খবরে বলা হয়, চিলির মধ্যাঞ্চল ভেলপারাইসো অঞ্চলের বনে আগুন লেগে অন্তত ১০ জন মারা গেছেন এবং শত শত ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এর পর দেশটির প্রেসিডেন্ট দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের বরাত দিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ক্ষয়ক্ষতি রোধে সব সম্পদ কাজে লাগাতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিবেদনে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]