
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
৩১ জানুয়ারি, বুধবার এক বিবৃতিতে হুতি গ্রুপটি এ কথা বলেছে।
বিবৃতিতে তারা বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌশক্তি লোহিত সাগরে মার্কিন ‘ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি’তে কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় লোহিত সাগরে ‘ইউএসএস গ্রেভলি’ হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করে।
এর আগে গত ২৪ জানুয়ারি হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]