
নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলায় একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর থেকে রাপ্তি নদীতে পড়ে ১২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২৩ জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন ভারতীয় আছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
১২ জানুয়ারি, শুক্রবার রাতে যাত্রীবাহী বাসটি নদীতে পড়ে যায়। নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট এ খবর জানিয়েছে।
নেপালের ভালুবাং অঞ্চলের চিফ ইন্সপেক্টর অব পুলিশ উজ্জ্বল বাহাদুর সিং বলেন, যাত্রীবাহী বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এমন সময় ব্রিজ থেকে উল্টে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায়।
তিনি বলেন, 'নিহতদের সবার পরিচয় শনাক্ত যায়নি। এখন পর্যন্ত তাদের মধ্যে মাত্র আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুইজন ভারতীয় রয়েছেন।'
তিনি জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]