
মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় শনিবার নতুন করে হামলা শুরু করেছে।
এর একদিন আগে উভয়দেশ ইয়েমেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংবাদ মাধ্যম বলেছে, সানার আল দাইলামি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সর্বশেষ হামলা চালিয়েছে।
এই বিমান ঘাঁটি ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। এক্সে পোস্ট করা হুথিদের ‘আল মাসিরা’ টিভির খবরে বলা হয়েছে, আমেরিকান ও ব্রিটিশ শত্রুরা রাজধানী সানার বেশকিছু স্থাপনায় কয়েক দফা হামলা চালিয়েছে।
তারা আল দাইলামি ঘাটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে টিভির খবরে বলা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]