
ইরানের দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে ভয়াবহ ২টি বিস্ফোরণে ১০৩ জনের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দেশটির সর্বস্তরের জনগণকে এই রাষ্ট্রীয় শোকের সাথে একাত্মতা প্রকাশ করতে বলা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনায় ১০৩ জন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৪ মিনিটের দিকে লোকজন যখন জেনারেল সোলাইমানির সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন তখন প্রথম বিস্ফোরণটি ঘটে। প্রথম বিস্ফোরণের ঠিক ১৩ মিনিটের মধ্যে আরেকটি বিস্ফোরণ ঘটেছে।
এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসাবে আখ্যা দিয়ে কেরমানের গভর্নর। এ ঘটনার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, মানুষের ছিন্ন ভিন্ন মরদেহ রাস্তায় ছড়িয়ে আছে।
হামলাকারীরা দুটি স্যুটকেসে রাখা বোমা দূর থেকে রিমোট কন্ট্রোলের সহায়তায় বিস্ফোরণ ঘটিয়েছেন বলে ধারণা করছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদিকে, বিস্ফোরণের ঘটনার হোতাদের চূড়ান্ত নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]