ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত ১৪০
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:১৭
ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত ১৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের কিয়েভ ও খারকিভ শহরে রাশিয়ার হামলায় ১৪০ জনের বেশি হতাহত হয়েছে। পাল্টা হামলা হয়েছে রাশিয়া বেলগোরোদ ও ক্রিমিয়া অঞ্চলে। মঙ্গলবার (২ জানুয়ারি) ইউক্রেনের সবচেয়ে বড় শহর কিয়েভ ও খারকিভে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া।


ইউক্রেনের সরকারি বিবৃতিতে জানানো হয়, এতে অন্তত পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই হামলায় খারকিভে কমপক্ষে ৬১ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কিয়েভে অন্তত ১৭ জন আহত হয়। গুরুতর ক্ষতিগ্রস্ত হয় একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।


হামলার পর ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, তিনদিনে দুইশ' ড্রোন ও তিনশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।


এদিকে, ওইদিন রাতেই সীমান্তবর্তী রুশ নগরী বেলগোরোদ আর অধিগ্রহণ করা ক্রিমিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। বন্দরনগরী সেভাস্তপোল ও বেলগোরোদে ইউক্রেনের ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।


বছরের প্রথম দিন বেলগোরোদে ইউক্রেনের হামলায় অন্তত ২৫ জন নিহত হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম প্রতিশোধের হুমকি দেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com