ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ২২:১৯
ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত দিনে একটি ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ১৬টি হিমারস এবং ছয়টি উরাগান রকেট প্রতিহত এবং ৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করেছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ডিফেন্স ডিনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের ভেলিকোঅলেক্সান্দ্রোভকা বসতির কাছে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান ভূপাতিত করেছে। গত দিনে, ১৬টি হিমারস রকেট এবং ছয়টি উরাগান রকেট আটকানো হয়েছে।


লুহানস্ক পিপলস রিপাবলিকের জালিমান ও নোভোসিলোভস্কয়, ডোনেটস্ক পিপলস রিপাবলিকের ভলনোভাখা ও নভোমিখাইলভকা, খেরসন অঞ্চলে স্টারায়া জব্রুয়েভকা ও ভাসিলিভকা এবং খারকভ অঞ্চলের গ্রাকোভোর কাছে ৪৬টির মতো ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের মোট ৫৬৫টি প্লেন, ২৬৩টি হেলিকপ্টার, ১০,৩১৮টি ড্রোন, ৪৪৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ১৪,৪২৩টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধের যান, ১,১৯৪টি মাল্টিপল রকেট লঞ্চার, ৭,৫৮৯টি ফিল্ড আর্টিলারি সিস্টেম এবং ৬৯টি বিশেষ যানবাহন ধ্বংস করা হয়েছে।


সূত্র: তাস।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com