
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের ধনীদের তালিকায় বড় অগ্রগতি হয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির। গৌতম আদানি এখন ধনীদের তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তার সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। ভারতের আরেক শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ৯৬ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি নিয়ে ধনীদের তালিকায় তিনি রয়েছেন ১৩তম স্থানে।
অন্যদিকে ২২৯ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
২০২৩ সালের শুরুর দিকে আদানি গ্রুপকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। সেখানে ভারতীয় এ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপি, হিসাবে প্রতারণার অভিযোগ আনা হয়। ওই রিপোর্ট প্রকাশের পর ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে যান গৌতম আদানি। হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের আগে ১২০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি ছিল আদানির।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]