সাত দশকের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহের সাক্ষী হলো বেইজিং
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:৩৩
সাত দশকের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহের সাক্ষী হলো বেইজিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাত দশকের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহের সাক্ষী হলো চীনের রাজধানী বেজিং শহর। ১৯৫১ সালের পর এমনটা দেখা যায়নি চীনের রাজধানীতে। অপ্রত্যাশিত নিম্ন তাপমাত্রা ও প্রবল শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে সেখানকার জনজীবন।


চীনের নানজিয়াও প্রদেশের আবহাওয়া অফিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাপমাত্রা বর্তমানে কিছুটা ঊর্ধ্বমুখী। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে প্রথমবারের মতো তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।


প্রতিবেদনের বলা হয়, ১১ ‌ডিসেম্বর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। তারপর ৩০০ ঘণ্টার বেশি সময় ধরে ছিল শূন্য ডিগ্রির নিচে।


চলতি মাসে চীনের অধিকাংশ অঞ্চলেই শৈত্যপ্রবাহ চলছে। এমন পরিস্থিতিতে সাধারণত উষ্ণায়নের ব্যবস্থা নেয়া হয়। কিন্তু উত্তর চীনের কিছু শহরে এ ব্যবস্থা অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। চীনের হেনান প্রদেশে পরিচালনাগত ত্রুটি দেখা দিয়েছে কয়েক দফা।


গত শুক্রবার জিয়াচুও শহরেও উষ্ণায়ন সুবিধা ওয়াংফাং বিদ্যুৎ কেন্দ্রে গোলযোগের জন্য বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান হয় পরের দিন। এদিকে ফুইয়াং ও ফিংতিংশান শহরের অধিকাংশ সরকারি ভবন ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর প্রধান কারণ হলো হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো উষ্ণায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।


এর আগে শৈত্যপ্রবাহের কারণে বেইজিং মেট্রো চলাচলে সংকট দেখা দেয়। শৈত্যপ্রবাহের কারণে রেললাইন অস্বাভাবিকভাবে পিচ্ছিল হয়ে যায়। এমন এক ঘটনায় শতাধিক মানুষ ভাঙা হাড় নিয়ে হাসপাতালে ভর্তি হন।


দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত গানসু প্রদেশে সাম্প্রতিক এক ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়ার কারণে ব্যহত হয়েছে সেখানকার উদ্ধার কার্যক্রমও।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com