লোহিত সাগরে ফিরছে মায়েরস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৫
লোহিত সাগরে ফিরছে মায়েরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেড় সপ্তাহের ব্যবধানে লোহিত সাগরে ফিরতে যাচ্ছে গ্লোবাল শিপিং জায়ান্ট মায়েরস্ক। বাণিজ্যিক জাহাজে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে কার্যক্রম স্থগিত করেছিল সংস্থাটি।


রবিবার (২৪ ডিসেম্বর) এক ঘোষণায় ডেনিশ কোম্পানিটি জানায়, মার্কিন নেতৃত্বাধীন নতুন নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার পর তাদের কনটেইনার জাহাজ পুনরায় লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রবেশ করবে।


বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ নিরাপত্তা অভিযান পুরো শিপিং শিল্পের জন্য সুখবর ও এটি বিশ্ব বাণিজ্যের জন্য কার্যকরী সিদ্ধান্ত।


বহুজাতিক এ নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।


জ্বালানি তেল জায়ান্ট বিপিসহ বিশ্বের বড় কিছু কোম্পানি সম্প্রতি লোহিত সাগরে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। যার কারণে বাণিজ্য তরীগুলোকে সুয়েজ খাল এড়িয়ে যেতে হচ্ছে।


গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা ও হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে আক্রমণ, এমনটা জানিয়েছে হুথিরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজে হামলার ঘোষণা দেয় তারা।


বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ও কনটেইনার বাণিজ্যের ৩০ শতাংশ লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী জলপথ দিয়ে যায়।


বৈশ্বিক শিপিং লাইনগুলোর মধ্যে মায়েরস্ক প্রথমে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নিয়েছিল। এরপর বিকল্প দীর্ঘ রুটে পণ্য পরিবহনের জন্য নতুন চার্জ চালু করে।


বিবৃতিতে বলা হয়, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লোহিত সাগরে চলাচল শুরু করতে জাহাজ প্রস্তুত করছে মায়েরস্ক। সঙ্গে জানায়, তাদের অগ্রাধিকারের শুরুতেই রয়েছে কর্মীদের নিরাপত্তা।


সর্বশেষ পরিস্থিতিতে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নেয়া সংস্থার তালিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম শিপিং গ্রুপ মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। আরো আছে ফরাসি কোম্পানি সিএমএ সিজিএম ও জার্মান সংস্থা হ্যাপাগ-লয়েড।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com