অবশেষে রুশ বিরোধী দলীয় নেতার খোঁজ মিলেছে
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:৩৫
অবশেষে রুশ বিরোধী দলীয় নেতার খোঁজ মিলেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রুশ বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে রাশিয়ার উত্তরের একটি কলোনিতে অবস্থান করতে দেখা গেছে বলে জানা গিয়েছে। ২৫ ডিসেম্বর, সোমবার তার দল এ তথ্য জানিয়েছে।


প্রায় তিন সপ্তাহ ধরে কারাগারে থাকা বিদ্রোহী রাজনীতিবিদ সম্পর্কে তার সহকারী, আইনজীবী এবং পরিবারের কাছে কোনো খবর ছিল না।


নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, 'তার আইনজীবী আজ তাকে দেখেছেন। আলেক্সি ভালো আছেন।'


ইয়ারমিশ আরও বলেন, তাকে মস্কোর উত্তর-পূর্বে এক হাজার মাইলেরও বেশি দূরে ইয়ামালো-নেনেটস অঞ্চলের খারপ শহরের একটি কারাগারে রাখা হচ্ছে। এই অঞ্চলটি শীতের জন্য কুখ্যাত।


নাভালনির সহযোগী লিওনিদ ভোলকভ বলেন, 'এই কলোনিতে পৌঁছানো প্রায় অসম্ভব; এমনকি সেখানে চিঠিও পাঠানো প্রায় অসম্ভব। এটি বিশ্ব থেকে সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ের বিচ্ছিন্ন জায়গায় অবস্থিত।'


নাভালনির দলের সঙ্গে ডিসেম্বরের শুরু থেকেই এই রাজনীতিবিদের কোনো যোগাযোগ ছিল না। তার কয়েকটি আদালতের কার্যক্রমে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলোও দেরি হচ্ছিল। কর্তৃপক্ষ প্রথমে নাভালনির জন্য একটি ভিডিও কনফারেন্স আয়োজন করতে চাইলেও পরে কারিগরিগত সমস্যার কথা উল্লেখ করে তা স্থগিত করে দিয়েছিল। অবশেষে, তার সহকারীদের বলা হয়েছিল যে নাভালনিকে মস্কোর ঠিক একশ মাইল পূর্বে ভ্লাদিমির অঞ্চলের কলোনি থেকে স্থানান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান সমালোচক নাভালনিকে ২০২১ সালের শুরুতে জার্মানি থেকে রাশিয়ায় ফিরে আসার সাথে সাথে গ্রেফতার করা হয়েছিল। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সে থেকেই তিনি কারাগারে রয়েছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com