ইসরায়েলি বর্বরতা: পূর্ব গাজায় কবরস্থানের মৃতদেহ পিষে ফেলছে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:২৯
ইসরায়েলি বর্বরতা: পূর্ব গাজায় কবরস্থানের মৃতদেহ পিষে ফেলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলি বর্বরতা থেকে মুক্তি পাচ্ছে না ফিলিস্তিনিদের লাশগুলোও। কারণ, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব গাজার আস-সাহা পাড়ায় শেখ শাবান নামের একটি কবরস্থানে বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ বের করে এনে সেগুলোকে আবার বুলডোজারের নিচে ফেলে পিষে ফেলছে।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলদার বাহিনী প্রথমবার কবরস্থানের নয়টি কবর বুলডোজার দিয়ে উপড়ে ফেলে। এরপর মৃতদেহগুলোকে উত্তোলন করে এবং তারপর মৃতদেহগুলোর ওপর তাদের বিকৃত ক্ষোভ চরিতার্থ করে।


পূর্ব গাজার আস-সাহা পাড়ার ওই কবরস্থান এলাকার চারপাশে শিশুসহ মৃতদেহগুলির অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।


উল্লেখ্য, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় দুই মাস ধরে ইসরায়েল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার আহ্বান পর্যন্ত জানায়নি।


ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার জন।


গাজার সরকারি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ৭০ ভাগ নারী ও শিশু।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com