যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ছুরি দিয়ে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।
৩ ডিসেম্বর, রবিবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দিনের শুরুর দিকে ফার রকওয়ে এলাকা থেকে কল পায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, হামলার শিকার ব্যক্তিরা একটি বাড়িতে রয়েছেন এবং সেটি আগুনে জ্বলছে।
সন্দেহভাজন পুরুষ দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে। এসময় আহত এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
জামাইকা হাসপাতাল এক প্রেস ব্রিফিংয়ে জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ৯১১- এ কল আসে। তখন একজন তরুণী জানায়, তার কাজিন তার পরিবারের সদস্যদের হত্যা করছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]