সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী।
৩ নভেম্বর, রবিবার এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইসরায়েলি সেনা মুখপাত্রের পক্ষ থেকে এ দাবি করা হয়।
বলা হয়েছে, সম্প্রতি সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে।
তিনি বলেন,পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে ভূপাতিত করা হয়নি বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল চিহ্নিত করে সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়েছে।
ইসরায়েলি মুখপাত্র আরও বলেন, গতরাতে লেবানন থেকে সাজোয়াযান বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এসে পড়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি একটি উপশহরের খালি জায়গায় এসে পড়েছে। এর পরপরই লেবাননের অভ্যন্তরে ইসরায়েল বোমাবর্ষণ করে বলে দাবি করেছে এই মুখপাত্র।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]